এমএম আর্ট ফাউন্ডেশনের ক্যালিগ্রাফি পেইন্টিং
এমএম আর্ট ফাউন্ডেশনের কিছু ক্যালিগ্রাফি পেইন্টিং এর প্রথম চালান এখন আমেরিকার পথে। পেইটিং করেছে ওয়ার্কশপে প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা। ভাল কিছু হবে বলে প্রত্যাশা ফাউন্ডার ও চেয়ারম্যান মাহবুব মুশির্দের। এতে স্থান পেয়েছে দৃষ্টিনন্দন ৩২ টি ক্যালিগ্রাফি। যা নিপুন হাতে ফুটিয়ে তুলেছেন ছাত্র-ছাত্রীরা।