আ্যন্নেত্তি টার্পলি
শত মুখোশের আড়ালে লুকিয়ে আছে সে
নিজেকে অনুসন্ধান করছে নিজেই
অথচ অর্থহীন তার প্রচেষ্টা
দেখেনি কখনো সে-
স্বাধীনতা
একাকী
ভীন্নবৈশিষ্ট্য-আত্মা
কাম্য ছিল বহিরাঙ্গনে
অন্য সকল মানুষের অনুমোদন
অথচ নিজেকে সনাক্ত করতে অপারগ
নিজেকে নিজে অতিক্রম করার গুরুত্ববহতা
তার কাছে ভারোত্তোলনের মতো কঠিন
বরং সে আয়েশপ্রাপ্ত হয়েছে
নিয়ত ছদ্মবেশ ধারণে
আত্মসংগোপনে
সত্যাবস্থা
তাকে ব্যর্থতায় পর্যবসিত করে
আত্মাকে পরিণত করে ভুতুড়ে বাড়িতে
এক নারকীয় যন্ত্রণাময় অশান্তিতে ভরে তুলে
মুখোশের অন্তরালবর্তীতা তাকে ঢেকে দেয় গোপনীয়তায়
ভাষান্তর: আশরাফ হাসান
আ্যন্নেত্তি টার্পলি আমেরিকার সমকালীন বিশিষ্ট কবি। 'মাস্ক' (মুখোশ) তার একটি পাঠকনন্দিত কবিতা ।