Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কীর্তি তোমার রবে

রনক আহমদ চৌধুরী

প্রকাশিত: ২১:৫৫, ২০ আগস্ট ২০২১

কীর্তি তোমার রবে

নিকষ কালো রাতে, 
অস্ত্র নিয়ে হাতে।

খিলখিলিয়ে হেসে,
পিতার ঘরে এসে।

হিংস্র খুনীর দল,   
রক্তে নামায় ঢল।

পিশাচ ঝাঁকে ঝাঁক,   
অস্ত্র করে তাক।

ধরলো ট্রিগার  চেপে,
বত্রিশ ওঠে  কেঁপে।  

রক্তে নহর বয়, 
সারা বাড়ীময়।

করলো এ কি নাশ,
লাশের পরে লাশ।   

এই যে পিতার মুখ,
বাংলাদেশের বুক।
 
ঘাতক এজিদ খুনী,
ভাবতো তারা গুণী।

খুনই তাদের পেশা,
খুনই তাদের নেশা। 
 
পিতা তুমি নাই, 
বুকে তোমার ঠাঁই। 

কীর্তি তোমার রবে,
ম্লান কি কভু হবে।     

সংবাদটি শেয়ার করুনঃ