চতুর্দিক আতঙ্ক ছড়িয়ে রাজপথে ছুটে যায় এ্যাম্বুলেন্স
আমাদের সমস্ত চেতনা শিহরিত ভয়ঙ্কর সাইরেনে
আমরা জানি না কার সর্বনাশ দ্রুত পৌঁছে যাচ্ছে হাসপাতালের পেটে
জীবন পেছনে ফেলে হাঁপরের মতো বুক নিয়ে
স্থান করে নেবে সাদা ধবধবে কোন বেডে না হিমেল হিমঘরে
সত্যি আমরা জানি না কোন কিছু
জানি শুধু আমাদের সব স্বপ্ন, সত্তা, সুখ, অধিকার
মানে আমাদের পুরো জীবনটা চারপাশে
ভয় ছড়াতে ছড়াতে ছুটে যাচ্ছে শঙ্কিত মুর্মূষু অবস্থায়
কোনো এক এ্যাম্বুলেন্সে কোনো এক হাসপাতালের
কেবিনে অথবা হিমঘরে।
কোনো একদিন নয়
এইভাবে সারাক্ষণ সারামাস সারাবছর সারাশতাব্দী জুড়ে
আমাদের দেহপ্রাণ প্রাণের প্রকাশ বিকাশ সৃজনধারা
ঊর্ধ্বশ্বাসে দৌড়ে যাচ্ছে বাঁচার আশ্রয়ে
অথচ জায়গা হচ্ছে নীরব নিথর শোকের প্রশ্রয়ে।