অনঙ্গ আশ্বাস নয় কিংবা নয় বিরুদ্ধ বিশ্বাস
বরং যৌক্তিক ভূগোলের প্রান্তিক রোডম্যাপে
বরাবর জ্বলছে গ্রিন সিগনাল।
নিসর্গের স্পষ্টায়ন বিশ্বাসী ইস্পাত লাইনে;
অস্তিত্বের ঘ্রাণ শুঁকে সৃষ্টির প্রাকৃত আইনে।
গর্ভবতী প্রহরে গিলে বৃষ্টির লোকমা
পুষ্ট হয় বৃক্ষের গন্দুমেরা,
রমণীবৃক্ষে বিকশিত হয় মানবিক ফলন;
প্রাকৃত রসায়নে নারী হয়ে যায় বৃক্ষ'রা।
বিশ্বাসে প্রাণবন্ত সবুজ ধানক্ষেত
গ্রামঘেরা বিলের মুখ, আর
আকাশের গলায় ঝুলে উড়া
অতিথি পাখির মালা
বিনিসুতোয় গাঁথা বিশ্বাসী
অস্তিত্বের অবিশ্বাস্য মহড়া।
লক্ষ্যে পৌছাতে ট্রেন ছোটে
ধোঁয়াশার কুহেলিকা ছেড়ে,
যেমন চিন্তা ছোটে প্রজ্ঞায়নে
জাগতিক প্রতিভাস ঝেড়ে।