কার্ডেই পাঠানো যাবে বিদেশে টাকা
জটিলতা কমছে বিদেশে অর্থ পাঠানোতে। সহজ হলো পক্রিয়া। চিকিৎসা, পড়ালেখা বা ভিসা ফি সংক্রান্ত ব্যয় এখন থেকে আন্তর্জাতিক রেমিট্যান্স কার্ডের মাধ্যমে করা যাবে। সেটা গ্রাহকের হয়ে পাঠাতে পারবে সংশ্লিষ্ট ব্যাংক।
৩১ মে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। তাতে, উঠে আসে ব্যাংকের নিজ নামে কার্ড ইস্যু সংক্রান্ত বিষয়টি। এতে জানানো হয়, এখন থেকে অনুমোদিত ডিলার ব্যাংক নিজের নামে আন্তর্জাতিক রেমিট্যান্স কার্ড ইস্যু করতে পারবে। এই কার্ড দিয়ে ইন্টারনেটের মাধ্যমে বিদেশে অর্থ পাঠাতে পারবে সংশ্লিষ্ট ব্যাংক।
তথ্যপ্রযুক্তি , সদস্য ফি, ভর্তি ফি, শিক্ষা-চিকিৎসা ব্যয়, ভিসা ফি, প্রশিক্ষণ ফি ইত্যাদি বিষয়ে মিলবে এ সুবিধা। এতে ভোগান্তির অবসান ঘটবে গ্রাহকদের।