Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বিশিষ্ট চিন্তাবিদ শাহ আবদুল হান্নানের মৃত্যু

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৫, ২ জুন ২০২১

বিশিষ্ট চিন্তাবিদ শাহ আবদুল হান্নানের মৃত্যু

বিশিষ্ট চিন্তাবিদ, লেখক, সাবেক সচিব শাহ আবদুল হান্নান আর নেই। আজ বুধবার (২ জুন) সকাল সোয়া ১০টার দিকে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তির পর একাধিকবার হার্ট অ্যাটাকের শিকার হন। 

শাহ আবদুল হান্নানের অনেক পরিচয়। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। এছাড়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যান ছিলেন।

১৯৩৯ সালের ১ জানুয়ারি ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার বিখ্যাত শাহ পরিবারে জন্মগ্রহণ এই ইসলামি চিন্তাবিদ ছিলেন দিগন্ত মিডিয়া করপোরেশন ও ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ