লকডাউন বাস্তবায়নে বসেছে চেকপোস্ট
করোনা সংক্রমণ রোধে ঢাকার আশপাশের ৭ জেলায় বাংলাদেশ সময় ভোর থেকে লকডাউন চলছে। এতে কার্যত বিচ্ছিন রাজধানী। ঢাকা থেকে ছাড়ছে না দূরপাল্লার বাস-লঞ্চ। ট্রেন চলাচলও সীমিত।
বিধিনিষেধ দেয়া জেলাগুলো হলো মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ। লকডাউন কার্যকরে বসেছে চেকপোস্ট। টহল দিচ্ছে পুলিশ। জরুরি যানবাহন ছাড়া বন্ধ সবধরনের পরিবহন চলাচল। এসব জেলা হয়ে রাজধানীতে চলাচল বন্ধ আছে। আগামী ৩০ জুন মধ্যরাদ পর্যন্ত চলচে এই বিধিনিষেধ।
সীমানার ওপর দিয়ে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের গাড়ি চলাচল করে। গাজীপুরের ওপর দিয়ে ময়মনসিংহ অঞ্চল এবং উত্তরাঞ্চলের গাড়ি চলাচল করে। আর মুন্সিগঞ্জের ওপর দিয়েও চলে বিভিন্ন জেলার গাড়ি। এ ছাড়া মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জেও বিধিনিষেধ থাকবে।