সিনোফার্মের ভ্যাকসিন
সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা চীন থেকে ঢাকায় পৌঁছেছে।বাংলাদেশ বিমানের দু'টি ফ্লাইটে স্থানীয় সময় শনিবার রাত পৌনে বারোটা ও ভোর সাড়ে চারটায় এসব টিকা পৌঁছায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
প্রথম ফ্লাইটের ১০ লাখ ডোজ বুঝে নেন স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই লাইন ডিরেক্টর শামসুল হক। তিনি জানান, সরকারের ক্রয় চুক্তি অনুযায়ী দ্বিতীয় চালানে সিনোফার্মের এই ২০ লাখ টিকা এলো। তিন মাসের মধ্যে চীন থেকে দেড় কোটি ডোজ ভ্যাকসিন আসার কথা রয়েছে বলে সাংবাদিকদের এসময় জানান তিনি।
এখনও জেলা শহরে দেয়া হচ্ছে চীনের সিনোফার্মের ভ্যাকসিন। সরকারের করা চুক্তি অনুযায়ী ধাপে ধাপে দেশে আসছে এসব টিকা।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।