বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল মাইটিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওমেদা বেগমের ১৪ তম মৃত্যুবার্ষিকী ছিল মঙ্গলবার। এ উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের খাবার বাড়িতে আয়োজন করা হয় দোয়া মাহফিলের।
বাদ মাগরিব এ আয়োজনে বিভিন্ন মিডিয়া প্রতিনিধিসহ কমিউনিটির সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শুরুতেই শুভেচ্ছা বক্তৃতা করেন মাইটিভি’র নিউইয়র্ক প্রতিনিধি মল্লিকা খান মুনা।
তিনি দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, মরহুম ওমেদা বেগম একজন নারী হয়েও দেশের আকাশ সংস্কৃতির উৎকর্ষ সাধণ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অভিপ্রায়ে এই চ্যানেলটির প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর এই সুন্দর সৃষ্টি আজ বিশ্বময় ছড়িয়ে পড়েছে। কিন্তু দু:খের বিষয় তিনি আজ নেই। তাঁর এই প্রয়াণ দিবসে আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতবাসী করেন আমি এ কামনা করছি।
এ সময় আলোচনায় অংশ নিয়ে শিল্পী বেবি নাজনীন বলেন, শিল্পী হিসাবে মাইটিভির সঙ্গে আমার সম্পর্ক ছিল আত্মার আত্মীয়ের মত। মাইটিভি’র প্রতিষ্ঠাতা ছিলেন একজন মহিয়সী নারী। তাঁর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।
বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ বলেন, মরহুমা ওমেদা বেগম ছিলেন নারী সমাজের এগিয়ে যাওয়ার প্রতীক। মহান আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন আজ আমি এ প্রার্থনাই করছি।
সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ বলেন, মরহুমা ওমেদা বেগমের সৃষ্টি মাইটিভিকে এগিয়ে নেয়ার জন্য আটলান্টিকের ওপারে সীমাহীন চেষ্টা করে যাচ্ছেন মল্লিকা খান মুনা। আমি তাঁর সাফল্য কামনা করছি। তিনি মরহুমা ওমেদা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
সাংবাদিক মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তৃতা করেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান,এটর্নী মিজানুর রহমান, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনজুরুল হক, নিউইয়র্ক লায়ন্স ক্লাবের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক সাইফুল খান, কণ্ঠিল্পী রানো নেওয়াজ, শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, গ্লোব ও জনকণ্ঠ গ্রুপের লিগ্যাল এ্যাডভাইজার সাদিয়া খান ইরা, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মো: সাখাওয়া ভূঁইয়া, কণ্ঠশিল্পী মোস্তফা অনিক রাজসহ অন্যরা।
সবশেষে মরহুমা ওমেদা বেগমের আত্মার শান্তি কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া করা হয়।
ডিনার পর্বের মাধ্যমে শেষ হয় দোয়া মাহফিল।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।