স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন ধানশালিক ফাউন্ডেশনের উদ্যোগে এবং খলিল ফুড ফাউন্ডেশনের সহযোগিতায় ৬০টি অসহায় পরিবারের মাঝে বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। এই কর্মসূচি পালিত হয়েছে বাংলাদেশের নোয়াখালীর চাটখিলের বদলকোটে অবস্থিত মেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
মানবিক এই উদ্যোগে আরও সহযোগিতা করেছে সাদাকাহ ফাউন্ডেশন অব ইউএসএ। এছাড়া কর্মসূচিটির ব্যবস্থাপনায় ছিল এমআরডিএস পরিচালনা কমিটি।
একজন অসহায় মানুষের হাতে বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্যের একটি করে ফুডপ্যাক তুলে দেওয়া হয়েছে। প্যাকেটে ছিল- ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেডি ডাল, ১ কেজি লবন। একইসাথে তাদেরকে নগদ অর্থ দিয়েও সহায়তা করা হয়েছে।
খলিল ফুড ফাউন্ডেশনের প্রধান মো. খলিলুর রহমান জানান, আমাদের প্রতিষ্ঠান খলিল বিরিয়ানি হাউসের মাধ্যমে মানুষ যেমন বিভিন্ন প্রকার খাবারের স্বাদ গ্রহণ করতে পারে, তেমনি সাধ্য অনুযায়ী অসহায় মানুষের মুখেও খাবার তুলে দিতে চাই। এই পর্বে কিছু মানুষের হাতে খাবার তুলে দিতে পেরে আমি ভীষণ খুশি। এমন সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করবো।