কোরবানী উপলক্ষ্যে রাজধানী ঢাকার মুগদা এলাকায় সাদাকা ফাউন্ডেশনের উদ্যোগে গরু কুরবানী হয়েছে। এলাকার সুবিধা বঞ্চিত শিশু, বিধবা নারীসহ ২৫পরিবারের মাঝে কুরবানির গোশত পৌছানো হয়েছে। ছমিরন বেওয়া বলেন, তিনি অনেক সদিন ধরে মান্ডা ব্রিজ এলাকায় থাকেন। গরুর গোশত আসলে তেমন খাওয়া হয় না বাবা। গরীব মানুষ, গরুর গোশতর যে দাম। তা কিনবো কি দিয়া। তাই বছরে কোরবানী আইলে খাইবার পাই।কিন্তু গত বছর থেকে করোনার আসার পরে কোরবানী দেয়ার সংখ্যাও কমে গেছে। এই বার গোশত পাইয়া সত্যি খুশি। আল্লাহ আপনাকো ভাল করুক।
উল্লেখ্য, ২০২০ সালেও দেশের প্রায় ১৯ টি জেলায় কোরবানীর আয়োজন করেছিল সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।