করোনাকালে দেশে দেশে বাড়ছে অসহায় আর দুস্থ মানুষের সংখ্যা। বিষয়টি বিবেচনায় নিয়ে বাসমাহ ফাউন্ডেশন তাদের মানবিক কার্যক্রম আরও জোরদার করেছে। গত ৪ আগস্ট বাংলাদেশের নারায়ণগঞ্জে দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে রান্না করা খাবার।
বিশেষ করে শহরের রাস্তায় যেসব মানুষ বসবাস করে, অর্থাৎ ভাসমান মানুষের হাতে এই খাবার তুলে দেওয়া হয়। এক বার্তায় বাসমাহ জানিয়েছে, করোনাকালে মানুষের হাতে খাবার তুলে দেওয়ার এই কার্যক্রম আরও বাড়াতে চায় সংস্থাটি। সেজন্য বিত্তবানদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।