বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেওয়া কঠোর বিধিনিষেধ তুলে দেওয়ায় ১১ আগস্ট থেকে আবারও ভিসা কার্যক্রম শুরু করছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
এক্ষেত্রে আবেদনকারীকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না।
তবে আপাতত ট্যুরিস্ট ভিসা ছাড়া সব ধরনের ভিসা দেওয়া হবে বলে ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
এর আগে গত ৩০ জুন হাইকমিশন জানায়, বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের প্রেক্ষিতে বাংলাদেশের সকল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ১ জুলাই ২০২১ থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
তবে জরুরি ভ্রমণের আবেদনসমূহ লকডাউনের সময়ও বিবেচিত হবে বলে সেসময় জানিয়েছিলো হাইকমিশন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।