আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘সীরাতপাঠ ও প্রতিযোগিতা ২০২০’ এর সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সাধারণ, মাধ্যমিক ও জুনিয়র- এই তিনটি গ্রুপে মোট ৪০ হাজার প্রতিযোগী এতে অংশগ্রহণ করেছিলেন।
দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে বিজয়ীদের বাছাই করা হয়েছে। ইতোমধ্যেই সার্টিফিকেট ও পুরস্কার কুরিয়ার যোগে পাঠিয়ে দেওয়া হয়েছে।
করোনা পরিস্থিতির কারণে ঘটা করে পুরস্কার বিতরণের আয়োজন করা সম্ভব হয়নি। কোন অতিথি ছাড়া শুধু প্রধান প্রধান পুরস্কার বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এক বার্তায় আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আয়োজনে অংশগ্রহণ করা সবাইকে ধন্যবাদ জানানো হয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।