Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কর্মজীবী নারী-পুরুষের বিয়ে নয়, সংসদে প্রস্তাব এমপির

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৪, ৪ সেপ্টেম্বর ২০২১

কর্মজীবী নারী-পুরুষের বিয়ে নয়, সংসদে প্রস্তাব এমপির

দেশের বেকার সমস্যা সমাধানের লক্ষে কর্মজীবী নারী-পুরুষের মধ্যে যাতে বিয়ে না হয় সে ব্যাপারে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন বগুড়া ৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু।

শনিবার জাতীয় সংসদ অধিবেশনে বগুড়া-৭ আসনের স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু আইনমন্ত্রীর কাছে এ দাবি জানান।

এ সময় আইনমন্ত্রী আনিসুল হকের উদ্দেশ্যে রাখা বক্তব্যে তিনি বলেন, দেশে এখন ৪ কোটি বেকার। এ সমস্যার কোনো সমাধান হচ্ছে না, কারণ দেশে কর্মজীবী পুরুষরা বিয়ে করছেন আরেক কর্মজীবী নারীকে। কর্মজীবী নারীরাও বিয়ে করছেন কর্মজীবী পুরুষকে। ফলে যারা বেকার আছেন, তারা বেকারই থেকে যাচ্ছেন।

বেকার সমস্যা সমাধানের উপায় হিসেবে তিনি আইনমন্ত্রীর কাছে প্রস্তাব করেন, যদি আইন করে এ ধরনের বিয়ে বন্ধ করা হয়, তাহলে বেকার সমস্যার অনেকটা সমাধান হয়ে যাবে। এ ছাড়া মা-বাবা দুজনই কর্মজীবী হলে, সন্তানরা গৃহকর্মীর হাতে নির্যাতিত হয় বলেও এ ধরনের বিয়ে বন্ধ করা উচিত বলে মনে করেন তিনি।

এ ব্যাপারে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘এরকম প্রস্তাব নিয়ে আমি এখান থেকে দুই কদমও হাঁটতে পারবো না। আমি জনপ্রতিনিধি। বাক স্বাধীনতা আছে। তিনি (বাবলু) স্বাধীনভাবে যা ইচ্ছা তাই বলতে পারেন। কিন্তু আমি যা ইচ্ছা তাই করতে পারি না।


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ