করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানী ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেন তিনি। ৩য় ডোজ হিসেবে খালেদা জিয়া ফাইজারের টিকা নিয়েছেন।
আজ ২৩ ফেব্রুয়ারি বিকেল পৌনে ৫টার দিকে টিকা নিতে হাসপাতালে যান খালেদা জিয়া। দলীয় নেতাকর্মী পরিবেষ্টিত থাকায় খালেদা জিয়াকে গাড়িতে রেখেই টিকা দেওয়া হয়।
খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে আসেন তার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতিমা ও গৃহকর্মী ফাতেমা বেগম। এদিকে খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগানে মুখরিত করে তোলে চারপাশ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।