Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ইউক্রেন প্রশ্নে নিরপেক্ষ অবস্থান বাংলাদেশের

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৩, ৬ মার্চ ২০২২

ইউক্রেন প্রশ্নে নিরপেক্ষ অবস্থান বাংলাদেশের

ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার প্রতিবাদ ও নিন্দায় জাতিসংঘ সাধারণ পরিষদে ডাকা জরুরি বৈঠকে বাংলাদেশের নিরপেক্ষ অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, শান্তি চাই বলেই নিরাপত্তা পরিষদে ভোট দান থেকে বিরত থেকেছে বাংলাদেশ। 

ড. মোমেন বলেন, রাশিয়া-ইউক্রেন সংকট নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এজন্যই আমরা জাতিসংঘে ভোটদান থেকে বিরত থেকেছি। 

গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ইউক্রেন পরিস্থিতি নিয়ে বিশেষ অধিবেশনে ভোট দেয় সদস্য রাষ্ট্রগুলো। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে নিন্দা জানিয়ে আনা রেজুলেশনে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ