বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার ২২ কোটি ডোজ দেয়া হয়েছে জানিয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকাদানে ২০০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। আজ ১১ মার্চ সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণে আছে এবং এটা আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই। ২২ কোটি ডোজ টিকার মধ্যে সাড়ে ১২ কোটি প্রথম ডোজ; সাড়ে ৮ কোটি দ্বিতীয় ডোজ, বাকিগুলো বুস্টার ডোজ।
মন্ত্রী বলেন, প্রথম ও দ্বিতীয় ডোজের মতো বুস্টারে জোর দেয়া হবে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে। কয়েক দিনের মধ্যে এই কর্মসূচি শুরু হবে। টিকা কিনতে সরকারের ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।