Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

একুশে বইমেলায় সাড়ে ৫২ কোটি টাকার বই বিক্রি

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৭, ১৭ মার্চ ২০২২

একুশে বইমেলায় সাড়ে ৫২ কোটি টাকার বই বিক্রি

আজ ১৭ মার্চ পর্দা নামলো এবারের অমর একুশে বইমেলার। এবার প্রায় সাড়ে ৫২ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে বাংলা একাডেমির বই বিক্রি হয়েছে এক কোটি ২৭ লাখ টাকার। 

এবার বইমেলায় মোট বই প্রকাশ হয়েছে তিন হাজার ৪১৬টি। মেলার শেষ দিনেও ২১৫টি নতুন বই এসেছে। এর মধ্যে মানসম্পন্ন বই নির্বাচিত হয়েছে ৯০৯টি, যা পুরো বইয়ের ২৬ ভাগ। 

আজ ১৭ মার্চ বিকেলে অমর একুশে বইমেলার শেষ দিনে বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ড. মো. জালাল আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন, ২০২১ সালে তিন কোটি টাকার বই বিক্রি হয়েছিল। সেদিক থেকে বিক্রি বেড়েছে সাড়ে ১৭ গুণ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ