Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, বাংলাদেশ জোনের চূড়ান্ত বাছাই

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ০৩:০৩, ১ জুন ২০২২

আপডেট: ০৩:০৪, ১ জুন ২০২২

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, বাংলাদেশ জোনের চূড়ান্ত বাছাই

লিবিয়ায় অনুষ্ঠিতব্য ১০তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২২ এর জন্য বাংলাদেশ জোনের চূড়ান্ত বাছাই সম্পন্ন হয়েছে। গত ২২ মে ঢাকার লালবাগে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

চূড়ান্ত প্রতিযোগিতায় সব প্রতিযোগীকে পিছনে ফেলে লিবিয়ার জন্য নির্বাচিত হয়েছেন হাফেজ সালেহ আহমদ তাকরীম। বিকল্প হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছেন হাফেজ মাহমুদুল হাসান আশরাফী। 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ চূড়ান্ত বিজয়ীকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় পতাকা হাতে তুলে দেন। 

সারাদেশ থেকে আগত হাফেজদের এই প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন লালবাগ জামিয়ার দীর্ঘ ৫০ বছরের হিফজ বিভাগীয় প্রধান মাওলানা হাফেজ আবু মুসা।

এছাড়া আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা কারী আবু রায়হান, মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী, সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আওয়াল খান এবং হাফেজ মাওলানা সাইফুল ইসলাম বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ