Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হার্ট অ্যাটাক

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩১, ১২ জুন ২০২২

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হার্ট অ্যাটাক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। এনজিওগ্রামে তার হার্টে ব্লক ধরা পড়ে। এরপর চিকিৎসকরা সফলভাবে সেখানে রিং পরান। বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন বেগম জিয়া। 

চিকিৎসকরা আশা করছেন, আপাতত তিনি হৃদরোগ থেকে মুক্তি পাবেন। গতকাল শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। এরপর দ্রুত তাকে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে মাইল্ড হার্ট অ্যাটাকের কথা জানিয়েছেন চিকিৎসকরা। আজ শনিবার দুপুরে তথ্যটি গণমাধ্যমকে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনির সমস্যা এবং দাঁত ও চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ