Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

রোহিঙ্গাদের জন্য কোরবানির অর্থ প্রদানে বাসমাহর আহ্বান

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৬, ২৫ জুন ২০২২

রোহিঙ্গাদের জন্য কোরবানির অর্থ প্রদানে বাসমাহর আহ্বান

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যূত গোষ্ঠী রোহিঙ্গাদের সাহায্যার্থে বরাবরই এগিয়ে এসেছে বাসমাহ। সেই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও তাদের জন্য কোরবানির প্রোজেক্ট হাতে নিয়ে চ্যারিটি সংস্থাটি। 

এজন্য এক বার্তায় সমাজের বিত্তবানদের কাছে অর্থ সহায়তা চাওয়া হয়েছে। বাসমাহর কোরবানি-২০২২ প্রোজেক্টে অংশ নিতে পারবেন যে কেউ। একটি আস্ত গরুর জন্য দান করতে হবে ৯০০ ডলার, একটি ছাগলের জন্য ১৫০ ডলার। 

একইভাবে সামর্থ্য অনুযায়ী কেউ এক ভাগ মাংসের অর্থও দান করতে পারেন, সেজন্য তাকে দান করতে হবে ১২৫ ডলার। এভাবে দুই ভাগের জন্য ২৫০ ডলার, তিন ভাগের জন্য ৩৭৫ ডলার, চার ভাগের জন্য ৫০০ ডলার, পাঁচ ভাগের জন্য ৬২৫ ডলার এবং ছয় ভাগের জন্য ৭৫০ ডলার। 

অর্থ সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন- www.basmah.org অথবা ফোন করতে পারেন- ৫৬১ ৯৪৫ ৩৩১৩ এই নম্বরে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ