ইউনাইটেড মিশন ফর রিলিফ এন্ড ডেভেলপমেন্ট বা ইউ এম আর এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দরিদ্র অসহায় মুসলিমদের মাঝে কোরবানির গোশত বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। চলমান কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দরিদ্র অসহায় মুসলিমদের মাঝে ঈদের খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে ইউ এম আর এবং সহযোগিতায় রয়েছে সাদাকাহ ফাউন্ডেশন। পিরোজ পুরের স্বরূপকাঠি, চাঁদপুরের ভিঙ্গুলিইয়া, হাইমচর, পিরোজপুর এর আমানত, মৃধাবাড়ি, দুর্গাপুর, ময়মনসিংহের বেতবাড়ি, ডাক্তারবাড়ি, ফুলবাড়িয়া, গাইবান্ধার ফুলছড়ি, জামালপুরের চরহাতিভাঙ্গা, দেওয়ানগঞ্জ, বরগুনার পাথরঘাটা, ঢাকার আফতাবনগর, হাজারীবাগ, বরিশালের আগৈলঝাড়া, কুষ্টিয়া, উজিরপুর, মাধবপুর, হবিগঞ্জ, ভোলার চরফ্যাশন, বরিশালের গৌরনদী, ঢাকার তেজগাঁও বস্তি এলাকা, তেজকুনিপাড়া, ফার্মগেট, আটিবাজার, বসিলা, বরিশালের ওয়াজিরপুর, চরমোনাই, ঢাকার যাত্রাবাড়ী, নারায়ণগঞ্জের ফতুল্লা, মাহমুদনগর, ঢাকার মিরপুর, বাতেননগর, এবং পটুয়াখালী সদর। ইউ এম আর এর উদ্যোগে এবং সাদাকাহ ফাউন্ডেশানের সহযোগিতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় দরিদ্র মুসলিম পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে ইউ এম আর এবং সাদাকাহ ফাউন্ডেশান।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।