Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আবু হানিফা ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটে পুনর্বাসন কর্মসূচি

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৫, ২০ জুলাই ২০২২

আবু হানিফা ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটে পুনর্বাসন কর্মসূচি

আল-মারকাযুল হানাফি বাংলাদেশ-এর সেবা সংস্থা ইমাম আবু হানিফা (রহ.) ফাউন্ডেশন-এর এর উদ্যোগে ও মুফতী মুহাম্মদ নোমান কাসেমির তত্ত্বাবধানে সিলেটে বন্যা পরবর্তী ‘বিনামূল্যে পুনর্বাসন ঘর নির্মাণ কর্মসুচি-২০২২’ এর কার্যক্রম শুরু হয়েছে। 

ইতোমধ্যে ৬টি ঘর নির্মাণ শেষ হয়েছে। কর্মসূচির আওতায় অন্তত একশ ঘর নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। 

নির্মাণকার্য পরিচালনা করছেন ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ জাবেদ আলম। তার সাথে আছেন ফাউন্ডেশনের স্বেচ্চাসেবী, আল-ইকরাম ইয়ুথ ফাউন্ডেশন মিরপুর-এর সদস্য ও এলাকার ওলামায়ে কেরাম। 

ইমাম আবু হানিফা (রহ.) ফাউন্ডেশনের পরিচালক মুফতি মুহাম্মদ নোমান কাসেমী বর্তমানে আমেরিকার সফরে আছেন। গত মাসে তিনি সশরীরে সুনামগঞ্জের তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে এসেছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ