Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ঢাকায় ইউএমআর ও সাদাকাহ-এর কোরবানির গোশত বিতরণ

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৭, ২৩ জুলাই ২০২২

ঢাকায় ইউএমআর ও সাদাকাহ-এর কোরবানির গোশত বিতরণ

ইউনাইটেড মিশন ফর রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট তথা ইউএমআর-এর উদ্যোগে এবং সাদাকাহ ইউএসএ-এর সহযোগিতায় ঢাকার আফতাব নগরে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। 

পবিত্র ঈদুল আজহার বেশ কয়েকদিন পর এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ মধ্য দিয়ে প্রায় অর্ধশত পরিবারের হাতে কোরবানির গোশত তুলে দেওয়া হয়েছে। মানবিক এই কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিল স্থানীয় সংগঠন সুলতানস।

বিতরণ কার্যক্রম পরিচালনার সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম উলামা, সাহায্যপ্রার্থী এবং এলাকার মুরব্বিগণ উপস্থিত ছিলেন। 

গোশত হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাভোগীরা। তারা বলেন, সাদাকাহ ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, এজন্য আমরা ভীষণ খুশি। চ্যারিটি সংস্থাটির উত্তোরত্তর সাফল্য কামনা করছি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ