বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দূর্গাসাগর দিঘিতে এক সৌখিন মৎস্য শিকারী বিশাল সাইজের একটি কাতলা মাছ ধরেছেন। মাছটির ওজন প্রায় ৩০ কেজি। গত রবিবার রাতে ওই দিঘি থেকে বড়শি দিয়ে মাছটি শিকার করেন মো. কামরুজ্জামান লিখন।
নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি সড়কের বাসিন্দা লিখন জানান, ৫ হাজার টাকায় টিকিট কিনে গত বৃহস্পতিবার থেকে দূর্গাসাগর দিঘিতে চার ছিপ বড়শি দিয়ে মাছ শিকার শুরু করেন। রবিবার রাত ৯টার সময় বড়শিতে একটি বড় মাছ ধরা পড়ে। রাত ১১টার দিকে বিশাল সাইজের একটি কাতলা মাছ তীরে উঠাতে সক্ষম হন। মাছটির ওজন প্রায় ৩০ কেজি বলে তিনি জানান। এছাড়াও তার বড়শিতে কয়েকটি বড় সাইজের ব্রিগেট মাছ ধরা পরে।
বড় মাছ পাওয়ার খবরে কাতলা মাছটি দেখতে ভীর করে স্থানীয়রা।
বরিশাল জেলা প্রশাসনের মালিকনাধীন দিঘিতে ৫ হাজার টাকা মাসুল দিয়ে টিকিটের বিনিময়ে নির্দিষ্ট দিনে যে কেউ মাছ শিকার করতে পারেন।