Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের তাকরিম

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০২২

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের তাকরিম

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশকে পেছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করেছেন ১৩ বছর বয়সী বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরিম। 

২১ সেপ্টেম্বর রাতে মক্কার পবিত্র হারাম শরিফে বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানে তাকরিমের হাতে ১ লাখ রিয়াল অর্থাৎ প্রায় সাড়ে ২৭ লাখ টাকা তুলে দেওয়া হয়েছে। এছাড়া ছিল সনদ ও সম্মাননা ক্রেস্ট। 

সৌদি বাদশাহ আবদুল আজিজের নামে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই হিফজুল কোরআন প্রতিযোগিতা মুসলিম বিশ্বের অন্যতম বড় ও মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতা। 

এবার বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন কোরআনে হাফেজ অংশ নিয়েছিলেন। তাতে তৃতীয় স্থান অর্জন করেছেন তাকরিম। 

এর আগে ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সালেহ আহমাদ তাকরীম প্রথম, লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ