Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ওসমানীনগরে মিনারা হান্নান গ্লোবাল ট্রাষ্টের উদ্যোগে অর্থ বিতরণ

নাজমুল ইসলাম মকবুল, সিলেট

প্রকাশিত: ২২:২৯, ২২ নভেম্বর ২০২২

ওসমানীনগরে মিনারা হান্নান গ্লোবাল ট্রাষ্টের উদ্যোগে অর্থ বিতরণ

 

সিলেটের ওসমানীনগরে মিনারা হান্নান গ্লোবাল ট্রাষ্টের উদ্যোগে উমরপুর ইউনিয়নের ১৬২ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান।

ইউ,পি সচিব মারতি নন্দন ধাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাষ্টের প্রতিষ্ঠাতা মিনারা হান্নান, আব্দুল হান্নান, এম এ রউফ, নাজমুল ইসলাম, আনিকা হুসাইন, ইসা হুসাইন, ছাইয়াদ হুসাইন । প্রধান অতিথি আপন জন্মভুমির গরিব জনসাধারনের সহযোগিতায় এগিয়ে আসায় মিনারা হান্নান গ্লোবাল ট্রাষ্টের ট্রাষ্ট্রিদের প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় উপস্থিত ছিলেন আব্দুর রুপ, ইউপি সদস্য বদরুল আলম লেবু, চেরাগ আলী, মাসুদুর রহমান, আব্দুল ছালিক, সেলিম আহমদ, জেসমিন বেগম, আবিদা বেগম, হুছনা খাতুন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুনঃ