টানা দশমবার আওয়ামী লীগের সভাপতি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে টানা তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ওবায়দুল কাদের। দলের কাউন্সিল অধিবেশনে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে তারা শীর্ষ দুই পদে নির্বাচিত হয়েছেন।
২৪ ডিসেম্বর রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। দুটি পদে দ্বিতীয় কারও নাম প্রস্তাব করা হয়নি। এ কারণে ভোটাভুটিরও প্রয়োজন পড়েনি।
এছাড়া পূর্ণাঙ্গ কমিটিতেও তেমন কোনো পরিবর্তন আসেনি। নতুন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজিত রায় নন্দী। এর আগে তিনি ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। উপ-প্রচার সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন আমিনুল ইসলাম আমিন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।