Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

শেখ হাসিনা ফের আ.লীগের সভাপতি, ওবায়দুল কাদেরের হ্যাটট্রিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২০, ২৪ ডিসেম্বর ২০২২

আপডেট: ২১:৩৮, ২৪ ডিসেম্বর ২০২২

শেখ হাসিনা ফের আ.লীগের সভাপতি, ওবায়দুল কাদেরের হ্যাটট্রিক

টানা দশমবার আওয়ামী লীগের সভাপতি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে টানা তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ওবায়দুল কাদের। দলের কাউন্সিল অধিবেশনে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে তারা শীর্ষ দুই পদে নির্বাচিত হয়েছেন।

২৪ ডিসেম্বর রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। দুটি পদে দ্বিতীয় কারও নাম প্রস্তাব করা হয়নি। এ কারণে ভোটাভুটিরও প্রয়োজন পড়েনি।

এছাড়া পূর্ণাঙ্গ কমিটিতেও তেমন কোনো পরিবর্তন আসেনি। নতুন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজিত রায় নন্দী। এর আগে তিনি ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। উপ-প্রচার সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হয়েছেন আমিনুল ইসলাম আমিন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ইমেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পণ্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ