![বিকেএ মেধাবৃত্তিতে জিআর মাহমুদ এলিমেন্টারি স্কুলের সাফল্য বিকেএ মেধাবৃত্তিতে জিআর মাহমুদ এলিমেন্টারি স্কুলের সাফল্য](https://www.channel786.com/media/imgAll/2021May/Watermark-2403051639.jpg)
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন তথা বিকেএ-এর মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩-এ বড় সাফল্য অর্জন করেছে কক্সবাজার জেলার উখিয়ার রত্নাপালংয়ে অবস্থিত ব্যারিস্টার জি আর মাহমুদ এলিমেন্টারি স্কুল। চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতায় স্কুলটি এই সাফল্য অর্জন করে।
স্কুলটির হয়ে পঞ্চম শ্রেণি থেকে প্রথম গ্রেডে বৃত্তি অর্জন করেছেন সৃজিত দত্ত অংশু। দ্বিতীয় শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেন রুহন বড়ুয়া আর্য এবং অরজিত দত্ত ধ্রুব।
এছাড়া প্রথম শ্রেণিতে প্রথম গ্রেডে বৃত্তি অর্জন করেন জয়শ্রী বড়ুয়া পুজা।
তাদের এই সাফল্যে স্কুলটির শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা সবাই গর্বিত। এই সাফল্যের ধারাবাহিকতা যেন বজায় থাকে, সেই কামনা করা হয়েছে রফিক একাডেমির পক্ষ থেকে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।