Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

গুলিতে নিহতদের মৃত্যুসনদ পরিবর্তনের নির্দেশ দিয়েছিল প্রশাসন

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ১০:৪৪, ১০ সেপ্টেম্বর ২০২৪

গুলিতে নিহতদের মৃত্যুসনদ পরিবর্তনের নির্দেশ দিয়েছিল প্রশাসন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহতদের মৃত্যুসনদ পরিবর্তন করতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছিল প্রশাসন—এই তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশতাক আহমেদ।

তিনি বলেন, গুলির ঘটনাগুলোকে পাশ কাটিয়ে সাধারণ মৃত্যুর বর্ণনা দিয়ে মৃত্যুসনদ দিতে বলা হয়েছিল। ৯ সেপ্টেম্বর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘হেফাজতে নির্যাতন ও দায়বদ্ধতা : প্রতিবন্ধকতা ও প্রতিকার’ শিরোনামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজিমপুরে এক ভদ্রলোক গুলিতে মারা গেছেন। বলা হয়েছিল, পুলিশের গুলিতে মারা গেছে, ডেথ সার্টিফিকেটে এমন কথা লেখা যাবে না। লিখতে হবে তিনি এক্সিডেন্টালি মারা গেছেন। ওপরের নির্দেশের কারণে সেটা মানতে বাধ্য ছিলেন চিকিৎসকরা।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ