Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

বিজয়ী ৫ বাংলাদেশিকে শুভেচ্ছা জানাল ঢাকাস্থ মার্কিন দূতাবাস

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৮, ১৮ নভেম্বর ২০২৪

বিজয়ী ৫ বাংলাদেশিকে শুভেচ্ছা জানাল ঢাকাস্থ মার্কিন দূতাবাস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন রিপাবলিকানপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাচনে জয় পেয়েছেন ৫ বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক। এদের মধ্যে একজন ছাড়া সবাই ডেমোক্র্যাট প্রার্থী ছিলেন। এক বার্তায় এই ৫ বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

সেখানে বলা হয়েছে, জর্জিয়া থেকে সিনেটর নির্বাচিত হওয়া প্রথম মুসলিম নারী হিসেবে নাবিলা ইসলাম ইতিহাস তৈরি করেছেন। এছাড়া শেখ রহমান জর্জিয়ার প্রথম মুসলিম ও এশিয়ান সিনেটর হিসেবে নির্বাচিত। আরও তিনজন বাংলাদেশি নির্বাচিত হয়েছেন, যারা মার্কিন রাজনীতির বৃহত্তর বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করবেন।

জানা গেছে, নির্বাচিত বাংলাদেশি আমেরিকানরা সবাই যুক্তরাষ্ট্রের স্টেট অর্থাৎ অঙ্গরাজ্য পর্যায়ের সর্বোচ্চ পদমর্যাদার প্রতিনিধি। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি-আমেরিকান ফেডারেল পর্যায়ে অর্থাৎ সিনেট অথবা কংগ্রেসে নির্বাচিত হতে পারেননি।

নির্বাচনে বিজয়ী বাংলাদেশিরা হলেন—নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল বি খান, নিউজার্সি প্লেইন্সবরো টাউনশিপের কাউন্সিলম্যান ড. নুরুন নবী, কানেকটিকাট স্টেট সিনেটর মাসুদুর রহমান, জর্জিয়া স্টেট সিনেটর পদে ডেমোক্রাট প্রার্থী শেখ এম রহমান ও একই স্টেটের অন্য একটি ডিস্ট্রিক্টের সিনেটর নাবিলা ইসলাম।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ