Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ঢাকায় খলিল কালিনারি আর্টস সেন্টারের যাত্রা শুরু

বাংলাদেশ প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৬, ৭ জানুয়ারি ২০২৫

ঢাকায় খলিল কালিনারি আর্টস সেন্টারের যাত্রা শুরু

বাংলাদেশে রন্ধনশিল্পে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করেছে খলিল কালিনারি আর্টস সেন্টার। ৪ জানুয়ারি রাজধানীর মতিঝিলের নিজ কার্যালয়ে এর উদ্বোধন করেন জাতীয় ও আর্ন্তজাতিক পুরস্কারপ্রাপ্ত মাস্টার শেফ মো. খলিলুর রহমান।

খলিলুর রহমান ইউএস প্রেসিডেন্সিয়াল, বাইডেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং অস্কারখ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডসহ অনেক পুরস্কার পেয়েছেন। তিনি জানান, প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের আর্ন্তজাতিক মানের কারগরি শিক্ষা নিশ্চিত করা হবে। সেই সঙ্গে বিশ্বের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুবিধাও পাবেন তারা।

হসপিটালিটি ম্যানজমেন্ট সেক্টরে প্রশিক্ষণের মাধ্যমে অসংখ্য বেকার যুবককে দক্ষ করে গড়ে তোলা, বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. সবুর খান, উত্তরা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের চেয়ারম্যান অধ্যাপক এস এম আরিফুজ্জামান, নর্দান বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মারুফ ইসলাম, ইউনিক হোটেলস গ্রুপের সিইও মো. সাখাওয়াত হোসেন, বিটিএবির পরিচালক এস এম শাহজাহান, আইএলওর ন্যাশনাল কনসালট্যান্ট মো. ফিরোজ আলম মোল্লাসহ দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিরা।

এ সময় তারা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

খলিল কালিনারি আর্টস সেন্টার থেকে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে শেফ হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ প্রদান এবং ইবিথ্রি ভিসা প্রাপ্তির ক্ষেত্রেও সহযোগিতা করা হবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ