Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper
ব্রুকলিনে বারী হোম কেয়ারের অষ্টম শাখার উদ্বোধন

ব্রুকলিনে বারী হোম কেয়ারের অষ্টম শাখার উদ্বোধন

হোম কেয়ার সেবা প্রদানকারী অন্যতম প্রতিষ্ঠান বারী হোম কেয়ারের অষ্টম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৪ সেপ্টেম্বর এটি অনুষ্ঠিত হয় ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে। বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী এবং চেয়ারম্যান মুনমুন হাসিনা ছাড়াও কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫২

সর্বশেষ