নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিনের সিইও আবু তাহের করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। তার বড় কন্যা সাহলাও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
এই তথ্য নিশ্চিত করেছেন আবু তাহেরের স্ত্রী মেরী জোবায়দা। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন- ‘আমার ঘরে কোভিড ১৯। আমার স্বামী এবং বড় মেয়ে কোভিড ১৯ পজেটিভ। আমি ও ছোট দুই সন্তান এখনো সুস্থ আছি। আমদের পরিবারের জন্য দোয়া করবেন।’
জানা গেছে, গত ২ এপ্রিল শুক্রবার বিকেলে সাংবাদিক আবু তাহের করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। এরপর ২/১দিন শরীরে একটু ব্যাথা অনুভব করলেও বড় ধরণের কোন সমস্যা বা করোনার কোন উপসর্গ অনুভব করেননি। সোমবার বিকেলে তিনি করোনা টেষ্ট করালে তার পজেটিভ রিপোর্ট আসে। সন্ধ্যায় তার পরিবারের সদস্যরা করোনা টেষ্ট করালে বড় কন্যা সাহলার রিপোর্টে পজেটিভ ধরা পড়ে।
আবু তাহের তার কন্যাকে নিয়ে লং আইল্যান্ড সিটির বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন। আবু তাহের ও কন্যা সাহলার দ্রুত সুস্থ্যতায় তার পরিবার এবং বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন পরিবারের পক্ষ থেকে সবার দোয়া কামনা করা হয়েছে।