ভার্চুয়াল বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের নিরাপদে তাদের নিজ দেশে ফেরাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহায়তা কামনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জরুরি ভিত্তিতে তারা পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করেন তিনি। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৫ জুন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত ‘মিয়ানমারের বর্তমান পরিস্থিতি: সংখ্যালঘু রোহিঙ্গাদের অবস্থা’ শীর্ষক এক ভার্চ্যুয়াল আলোচনায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী। ভাসানচরে রোহিঙ্গাদের জন্য আবাসনব্যবস্থা জাতিসংঘ ও উন্নয়ন সহযোগীরা যথাযথভাবে পরিদর্শন ও মূল্যায়ন করে সন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানান তিনি।
একই দিন বৈঠক করেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতির সাথে। রোহিঙ্গা সমস্যা, জলবায়ু পরিবর্তন, করোনার টিকাসহ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা হয়।