ব্লুমিংটনে বাংলাদেশি কমিউনিটির মিলনমেলা
শিক্ষা-ক্যারিয়ার-কর্মজীবনের জন্য মানুষকে না ছুটতে হয় দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। শুভাকাঙ্ক্ষি-প্রিয়জন-বন্ধ-স্বজনদের বিদায়কে স্মরণীয় করে রাখেন অনেকেই। তেমনই এক আয়োজন করলো ব্লুমিংটনের বাংলাদেশি কমিউনিটি।
কমিউনিটির বেশ কয়েকজন সদস্য কর্মজীবন চলে যাচ্ছেন অন্যত্র। তাই, তাদেরকে বিদায় জানাতে গত সপ্তাহে একত্রিত হয়েছিলেন অন্য সদস্যরা। এতে তৈরি হয় মিলনমেলা। উৎসবের সাথে ছিল কষ্ট।
কমিউনিটির সদস্যরা জানান, তাদের কয়েকজন সদস্য কর্মজীবনের পরবর্তী পর্যায়ে যেতে প্রস্তুত । তারা শীঘ্রই ব্লুমিংটন ছেড়ে চলে যাবে। তখন আমরা গর্বিত যে প্রবাসী বাংলাদেশিরা তাদের মাঠে উন্নতি করছে। আগামী সপ্তাহে ব্লুমিংটন কমিউনিটির প্রাক্তন ছাত্রছাত্রীদের সম্পর্কে পোস্ট করা হবে বলে জানানো হয় এসময়।