নিউইয়র্কের সুপরিচিত সাংবাদিক, আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেমের মেয়ে আমিরা ফারাহ শিমিন বিশ্বখ্যাত কর্নেল বিশ্ববিদ্যালয়ে তার উচ্চশিক্ষা শুরু করেছেন। ব্রুকলিন টেক থেকে হাইস্কুল গ্রাজুয়েশন শেষ করার পর ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে সেখানে ভর্তির সুযোগ পান শিমিন।
এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে গতকাল বুধবার (১৬ জুন) বিষয়টি জানান সাংবাদিক আবুল কাশেম। তিনি বলেন, নিউইয়র্ক থেকে প্রায় ২২৩ মাইল দূরে ইথাকা শহরের বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে রেখে এলাম আমার মেয়েকে। তার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।