Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

১০০ কবর কেনার উদ্যোগ হেল্প ডাই সেল্ফের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০০:২৫, ১৮ জুন ২০২১

১০০ কবর কেনার উদ্যোগ হেল্প ডাই সেল্ফের

কবরস্থানের প্রতীকী ছবি

জ্যামাইকার নন প্রফিট অর্গানাইজেশন হেল্প ডাই সেল্ফ ১০০টি কবর কেনার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়ালে ৫টি কবর কেনা বাবদ অর্থ পরিশোধও করেছে সংগঠনটি। কমিউনিটির অস্বচ্ছল পরিবারকে তাদের স্বজনের দাফনের জন্য বিনামূল্যে এসব কবর বিতরণ করা হবে। 

হেল্প ডাই সেল্ফের পক্ষে এর ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ রাব্বি জানান, ইতিমধ্যেই তারা এই নন প্রফিট অর্গানাইজেশনের রেজিস্ট্রেশন করে কবর কেনা শুরু করে দিয়েছেন। যে কোন সম্প্রদায়ের মুসলমান তাদের কাছ থেকে এই সহায়তা নিতে পারেন এবং এর জন্য কোন ডলার পরিশোধ করতে হবেনা। সৈয়দ রাব্বি আরও বলেন, যে কোন ব্যক্তি এতে শরিক হতে পারেন, বিশেষ করে তিনি নিউইয়র্কের বিত্তবান মুসলমানদের প্রতি ১০০ কবর কেনার এই মহতী উদ্যোগে শামিল হওয়ার আহবান জানান।

উদ্যাক্তারা জানিয়েছেন, যে যা দিয়ে শরিক থাকবেন তা তাদের ওয়েব সাইটে তুলে ধরবেন। যে কেউ তাদের ওয়েব সাইট ভিজিট করতে পারবেন। তবে তারা উল্লেখ করেছেন, এখানে দান করা মানেই কবর পাওয়ার নিশ্চয়তা নাই। যিনি আগে সাহায্য চাইবেন, তিনি আগে পাবেন। অর্থাৎ উদ্যাক্তারা দানকে দানের জায়গায় রাখতে চান।

যে কোন প্রয়োজনে যোগাযোগের ঠিকানা সৈয়দ রাব্বি : ৯১৪৩০৩৯৪৩৩, মো: আসাদুজ্জামান বাবু: ৯২৯৩৭২০০৭৯,মোহাম্মদ ইলিয়াস: ৯১৭৭২২৪৫৮০।

সংবাদটি শেয়ার করুনঃ