পররাষ্ট্রমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে
বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ রয়েছে, তাই স্বদেশে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ১৬ জুন বুধবার নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের অফিসে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমরা উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছি উল্লেখ করে ড. মোমেন বলেন, দেশে একশতটি ইকনোমিক জোন তৈরি করা হচ্ছে। সেসব জোনে প্রবাসীরাও কল-কারখানা করতে পারবেন। ২৮টি হাইটেক পার্ক স্থাপন করা হচ্ছে। প্রতিবেশী ভারত,পাকিস্তান, শ্রীলংকা, ভুটান, মিয়ানমার, নেপালের তুলনায় বাংলাদেশের বিদেশী বিনিয়োগের মাত্রা অনেক বেশী এবং উৎপাদিত পণ্য রফতানীর ক্ষেত্রেও এগিয়ে রয়েছি বলে উল্লেখ করেন মন্ত্রী। বলেন, বিশ্বের সেরা ১০টি গার্মেন্টস ফ্যাক্টরীর ৭টি বাংলাদেশে। এসব কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় সেভাবে আসছে না জানিয়ে প্রবাসের সকলকে এ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। সেইসাথে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক জনমত জোরদারে বেশি বেশি সভা-সেমিনারের অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে মার্কিন কংগ্রেস, নিউইয়র্ক এবং নিউ হ্যামশায়ার স্টেট পার্লামেন্টের উভয় কক্ষ, নিউজার্সি, জর্জিয়া এবং লুইজিয়ানা স্টেটের রেজ্যুলেশন ও প্রক্লেমেশনের কপি পররাষ্ট্রমন্ত্রীর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এমন অর্জনে বিশেষ ভূমিকা রাখায় জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান, নিউ হ্যামশায়ার স্টেটের রিপ্রেজেনটেটিভ আবুল খান, নিউজার্সির কাউন্সিলম্যান একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন্নবী, নিউ অর্লিন্স ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. মোস্তফা সারোয়ারকে বিশেষভাবে ধন্যবাদ জানানা মন্ত্রী। পাশাপাশি প্রবাসের বীর মুক্তিযোদ্ধা, মূলধারার রাজনীতিকদের অভিবাদন ও গভীর কৃতজ্ঞতা জানান তিনি।
এ সময় জানানো হয়, নিউইয়র্কে বাংলাদেশের কনস্যাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার সার্বিক সহায়তায় করোনাকালেই বিভিন্ন স্টেট ও কংগ্রেসে এসব প্রক্লেমেশন/রেজ্যুলেশনের জন্যে কাজ করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা, সেক্টর কমান্ডারস ফোরাম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদসহ কয়েকটি সংস্থা। এগুলোর নেতৃত্বে রয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। এসব হস্তান্তরকালে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মনসুর এবং সেক্রেটারি আব্দুল কাদের মিয়া ছাড়াও বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট এম এ সালাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কমিউনিকেশন ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার।
সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে বীর মুক্তিযোদ্ধারা ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিশিষ্টজনদের মধ্যে ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মীনি সেলিনা মোমেন, আই-গ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, সেক্টর কমান্ডারস ফোরামের কোষাধ্যক্ষ ও বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও আলিম খান আকাশ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হাজী জাফরউল্লাহ, মুক্তিযোদ্ধা সন্তানের কনভেনর আশরাব আলী খান লিটন, বাংলাদেশী আমেরিকান ডেমক্র্যাটিক ফ্রন্টের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার, নিউজার্সির হেল্ডন সিটির কমিশনার দেওয়ান বজলু এবং নিউ হ্যামশায়ার স্টেটের রিপ্রেজেনটেটিভ আবুল খান। উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল হক হেলাল, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির ম্যানেজিং ডিরেক্টর নিশা খান, চ্যানেল আইয়ের প্রদায়ক মাশফি।