অ্যান্ড্রু ইয়ং
নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিকের টিকিটের জন্য লড়ছেন অ্যান্ড্রু ইয়ং। নির্বাচনে জয়ী হলে তিনি বাংলাদেশি কমিউনিটির জন্য কী কী করবেন, সেই পরিকল্পনার কথাও জানিয়েছেন।
এতে প্রাধান্য পেয়েছে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, কর্মসংস্থান, তরুণদের সেবা বাড়ানো, হালাল ফুডের মান উন্নয়ন, সাবওয়ের নিরাপত্তা বাড়ানো, সিটিতে অপরাধ কমানো উল্লেখযোগ্য। পাশাপাশি, প্রতিবন্ধীদের পরিবারের জন্য নগদ সহায়তা এবং সিটি থেকে স্টিমুলাস চেক দিতে চান তিনি।
এসব পরিকল্পনা সফলে বাংলাদেশিসহ সব কমিউনিটির ভোট চান ইয়ং। আগামী ২২ জুন নিউইয়র্ক সিটিতে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আগাম ভোট প্রদান শুরু হয়েছে।