মোহাম্মদ লুৎফর রহমান আজহারী(
সবাইকে কাদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন সেন্ট পিটার্সবার্গের ইসলামিক সোসাইটি মসজিদের ইমাম মোহাম্মদ লুৎফর রহমান আজহারী ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চ্যানেল ৭৮৬’র কর্ণধার ও ইসলামিক স্কলার মুহাম্মদ শহীদুল্লাহ।
নিজের ফেসবুকে তিনি লিখেছেন, আমাদের প্রিয় ইমাম লুৎফর রহমান ভাই ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বেশকিছু দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লুৎফর রহমান আজহারী। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চ্যানেল ৭৮৬-পরিবার।