অনুষ্ঠিত হয়ে গেল নিউইয়র্কের মেয়র পদে ডেমোক্রেট দলীয় প্রাইমারি নির্বাচন। ইতোমধ্যে ফলাফল আসতে শুরু করেছে। অন্যান্য প্রার্থীদের চেয়ে বেশ স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন সাবেক পুলিশ কর্মকর্তা এরিক অ্যাডামস। নির্বাচনের আগে জনমত জরিপেও তিনি এগিয়ে ছিলেন।
সর্বশেষ আপডেট অনুযায়ী, এরিক পেয়েছেন ২ লাখ ৫৩ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মায়া উইলি পেয়েছেন ১ লাখ ৭৭ হাজার ভোট। তৃতীয় অবস্থানে রয়েছেন ক্যাথরিন গার্সিয়া। কাস্ট হওয়ার মোট ভোটের প্রায় ৩২ শতাংশ পাওয়া এরিক এডামসকেই বিজয়ী মনে করা হচ্ছে।