ডেরেক চাউভিন
কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যাকারী শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চাউভিনকে ২২ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বছরের মে মাসে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের ঘাড়ে টানা ৯ মিনিট চেপে ধরে তাকে হত্যা করেন মিনিয়াপোলিসের এই পুলিশ অফিসার।
গতকাল ২৫ জুন এই রায় ঘোষণা করা হয়। মামলার কৌঁসুলি চাউভিনের ৩০ বছর কারাদণ্ড চেয়েছিলেন। আর চাউভিনের আইনজীবী চেয়েছিলেন তাকে মুক্তি দেয়া হোক। রায় ঘোষণার সময় আদালত বলেছেন, ‘ফ্লয়েডের পরিবার যে যন্ত্রণা পোহাচ্ছে সেই দিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে।’
রায়ের পর ফ্লয়েডের আইনজীবী বেন ক্রাম্প এক টুইটে বলেছেন, ‘ঐতিহাসিক এই রায় অপরাধীকে জবাবদিহিতার মুখোমুখি করেছে। রায়টি ফ্লয়েডের পরিবার এবং আমাদের সমাজকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।’