নিউইয়র্কে হটলাইনে ফোন করে অপরাধ ও অপরাধীর তথ্য দিলে তাকে আড়াই হাজার ডলার পুরস্কার দেয়া হতো। এবার সেই অর্থ বাড়িয়ে সাড়ে তিন হাজার ডলার করা হয়েছে। একদিকে সিটিতে অপরাধ বেড়ে যাচ্ছে অন্যদিকে ফোন করে তথ্য দেওয়ার হার কমে যাওয়ায় পুরস্কারের অর্থ মূল্য বাড়ানো হলো।
মেয়র বিল ডি ব্লাজিও জানিয়েছেন, ৮০০-৫৭৭-টিআইপিএস নম্বরে ফোন করে চুরি, ডাকাতি, রাজাহানি ও খুনসহ নানা অপরাধের তথ্য দেওয়ার জন্য আগে থেকেই নাগরিকদের উৎসাহ দেওয়া হয়েছিল। নগরের পুলিশ ফাউন্ডেশন পরিচালিত এ কর্মসূচির আওতায় অতীতে অসংখ্য অপরাধী ধরা পড়েছে।
হটলাইনে ফোন করা তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। তথ্যদাতার নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থাও গ্রহণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে অপরাধ সম্পর্কে তথ্য প্রদানকারী শুধু নিজের দায়িত্বই পালন করছেন না, একই সাথে পরিবার এবং সমাজের জন্য কল্যাণকর কাজে এগিয়ে আসার কাজ করছেন।