কমিউনিটির স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম নিউইর্য়ক পরিদর্শন করেছেন ১০৭ প্রিসিংটের ক্যাপ্টেন চ্যাং। এ সময় তিনি মুসলিম কমিউনিটির নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন। তিনি বলেন, আমরা সবসময় কমিউটিনির পাশে আছি।
ক্যাপ্টেন চ্যাংয়ের পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি বোর্ড মেম্বার মুহাম্মদ টি ইসলাম এবং দারুল উলুম নিউইর্য়কের প্রেসিডন্ট বরকতুল্লাহ। আলাপচারিতায় ক্যাপ্টেন চ্যাং কমিউনিটি ও মসজিদগুলোর সিকিউরিটি ক্যামেরা একটিভ রাখার ওপর জোর দেন।
দারুল উলুম নিউইয়র্ক পরিদর্শনের পর গ্লোবাল দাওয়াহ টেলিভিশন আইটিভি ইউএসএ এবং কমিউনিটি নিউজ নেটওয়ার্ক চ্যানেল ৭৮৬ এর অফিস পরিদর্শন করেছেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন গণমাধ্যম দুটির প্রধান মুহাম্মদ শহীদুল্লাহ।