কুমিল্লা সোসাইটির বনভোজন ১১ জুলাই
কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র বার্ষিক বনভোজন আগামী ১১ জুলাই রোববার অনুষ্ঠিত হবে। ভেন্যু ঠিক করা হয়েছে লং আইল্যান্ডের হেকচেস্টার স্টেট পার্ক।
এতে সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন আহ্বায়ক আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, প্রধান সমন্বয়কারী সালাউদ্দিন চৌধুরী, সমন্বয়কারী আব্দুল মতিন, সদস্য সচিব তাছলিমা পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব হাসিনা আক্তার। এছাড়া শুভেচ্ছান্তে রয়েছেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আহমেদ এবং সাধারণ সম্পাদক আ স ম খালেদুর রহমান সুবজ।
বনভোজন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে যোগাযোগের নম্বর ৩৪৭-৬৮২-৯২১৯, ৯১৭-৬৮৩-২৪৬৮ অথবা ৩৪৭-৬০৮-৯৫৮৩।