ভূমিমন্ত্রীর কনস্যুলেট জেনারেল পরিদর্শন
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করলেন বাংলাদেশের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ১ জুলাই বৃহস্পতিবার কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেন তিনি। এসময় ভূমিমন্ত্রীকে স্বাগত জানান কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাসহ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরে মতবিনিময় সভায় যোগ দিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। বঙ্গবন্ধুর স্বপ্নের ’সোনার বাংলা’ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান মন্ত্রী।সেইসাথে দেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে আরো বেশী করে বিনিয়োগের জন্য প্রবাসীদের অনুরোধ জানান সাইফুজ্জামান চৌধুরী ।
মতবিনিময়কালে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা কনস্যুলেটের বিভিন্ন কার্যক্রম ভার্চুয়ালি তুলে ধরেন। পরে মন্ত্রী কনস্যুলেটের বিভিন্ন ধরণের কনস্যুলার সেবাকার্যক্রম পরিদর্শন করেন। সেইসাথে কনস্যুলার সেবাপ্রার্থীদের সাথে কথাও বলেন তিনি।