বিপার নজরুল সম্মেলন পোস্টার
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রসার ও অনুশীলন কেন্দ্র বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস-বিপা প্রথমবারের মতো ভার্চুয়াল নজরুল সম্মেলন করতে যাচ্ছে। জুলাইয়ের ৩০, ৩১ ও আগস্টের ১ তারিখ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
উত্তর আমেরিকা নজরুল কনফারেন্স কমিটির পৃষ্ঠপোষকতায় চলবে আয়োজনটি। চেয়ার নিলুফার জাহান, কনভেনার অ্যানি ফেরদৌস মেম্বার সেক্রেটারি সেলিমা আশরাফ জানিয়েছেন, সম্মেলনে থাকবে নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে সেমিনার। সাথে থাকবে নজরুল সঙ্গীত, নজরুল কবিতা আবৃত্তি এবং নৃত্যের আয়োজনও।
সেমিনার সংক্রান্ত আরও তথ্য জানতে যোগাযোগের নম্বর ৯১৭-৬৭৪-৪৭৪৬, ৯১৭-৬৭৩-১১০৫ এবং ৩৪৭-২৩৭-১৬২৮। এছাড়া, বিপার ফেসবুক ইনস্ট্রাগ্রামেও জানা যাবে আপডেট তথ্য।